পাকিস্তান বনাম বাংলাদেশ এশিয়া কাপ লাইভ খেলা
ক্রিকেটে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপ, চলছে পুরোদমে। আজ (৬ সেপ্টেম্বর) মাঠে গাড়বে চির প্রতিপ্রদ্বন্ধি বাংলাদেশ বনাম পাকিস্তান। সুপার ফোর বা শেষ চার দলের প্রথম লড়াই আজ। বাংলাদেশ এর আগে পাকিস্তানের সাথে এশিয়া কাপ ফাইনালে জিততে জিততে হেরে গেছে। এবার দেখা যাক সুপার ফোর বাঁধা পার হতে পারে কিন। পাকিস্তানের লাহোর থেকে বেলা ৩ টা ৩০ মিনিটে সম্প্রচার শুরু হবে খেলাটি। চোখ রাখুন টিভির পর্দায় বা আমাদের নির্দেশিত মাধ্যমে।
কিভাবে দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা
বরাবরের
মতো বিভিন্ন টিভি চ্যানেলে বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে। আমাদের হাতে তথ্য
আছে যে ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি
হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) । টিভিতে
সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও
দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়। ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে
ডিজনি হটস্টার।
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা কোন চ্যানেলে দেখাবে
ভারতীয়
টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি হটস্টার
(Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) । টিভিতে সম্প্রচারিত
হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি,
তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়।
এশিয়া কাপ ২০২৩ সময়সূচি (বাংলাদেশ সময়)
বাংলাদেশে
গাজি টিভিতে সম্প্রচারিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা সব এশিয়া কাপের সব কটি ম্যাচ। এছাড়া
পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসেরও দেখা যাবে এশিয়া কাপের
ম্যাচগুলো।
মোবাইলে কিভাবে দেখবেন বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা
ডিজিটাল
মাধ্যমে সম্প্রচার করছে ডিজনি হটস্টার। হটস্টারে দেখতে হলে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন থাকতে হবে।
ফ্রিতে কিভাবে মোবাইলে বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা দেখবেন
আমরা
যারা কর্মব্যস্ততার কারনে ঘরে বসে খেলা দেখতে পারছি না। অথবা সবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইলে
A vs B লাইভ খেলা দেখতে পারছি না তাদের জন্য চেষ্টা করতেছি নির্ভযোগ্য বিশ্বের যে কোন
খেলা ফ্রিতে দেখার ব্যবস্থা করতে। হোক সে ফুটবল, টেনিস, বলিবল বা ক্রিকেট। চলমান সব
খেলার লাইভ সম্প্রচার করে এই মোবাইল Application টি। এশিয়া কাপের সব ম্যাচ দেখাবে এসপটি।
A vs B লাইভ খেলা সম্প্রচার করবে এই এপসে। মোবাইল এ্যাপসটির নাম Sportzfy TV. । কিন্তু
দুঃখের বিষয় Sportzfy TV মোবাইল Application টি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে
এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল
করতে হবে।
উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।
বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ লিংক -০১
পাকিস্তান বনাম বাংলাদেশ এশিয়া কাপ লাইভ লিংক -০২
ফেইজবুকে বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে এশিয়া কাপের বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুকে ডুকে সার্চ অপশনে লিখুন বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ খেলা তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
Thank your for comment us. We want to get more complain from your side.