Type Here to Get Search Results !

https://www.evisionbd.com/

৩৭.১ ওভারে আফগানদের টার্গেট ২৯২ রান - Afghans target 292 runs in 37.1 overs

Top Post Ad

https://www.evisionbd.com/

৩৭.১ ওভারে আফগানদের টার্গেট ২৯২ রান - Afghans target 292 runs in 37.1 overs

৩৭.১ ওভারে আফগানদের টার্গেট ২৯২ রান 

শ্রীলংকার বিরুদ্ধে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটিতে রানরেটের এমনিতেই চাপে আছে আফগানিস্তান, তার ওপর তাদের ওপর চেপেছে রানরেটের পাহাড়সম বোঝা।বিগ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হয়ে সুপার ফোর নিশ্চিত করতে তাদেরকে ৩৭. ওভারে শ্রীলঙ্কার দেওয়া বিশাল টার্গেটে পৌঁছতে হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৪ ওভারে উইকেটে ৯২ রান।

বিগ্রুপে রানরেটের এই জটিল হিসাবের কারণ বাংলাদেশের বিশাল ব্যবধানের জয়।

শ্রীলঙ্কার কাছে উইকেটে ধরাশায়ী হওয়ার পর এই আফগানিস্তানকেই ৮৯ রানে হারিয়েছিল টিম টাইগার। এতেই আফগানরা রানরেটে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে। আজকের ম্যাচে আগে ব্যাট করতে নেমে উইকেটে ২৯১ রানের বিশাল স্কোর গড়ে শ্রীলঙ্কা। সুপার ফোরে উঠতে আফগানদের ৩৭. ওভারের মধ্যে ২৯২ রান করতে  হবে।

অন্যদিকে শ্রীলঙ্কার হিসাব খুব সহজ। বাংলাদেশকে হারিয়ে তারা ইতিমধ্যে পয়েন্ট পেয়ে গেছে। তাই আফগানদের ৩৭. ওভারের মধ্যে জিততে না দিলেই দাসুন শানাকার দল পৌঁছে যাবে সুপার ফোরে। নির্দিষ্ট ওভারের পর আফগানিস্তান যদি জিতেও যায়, তাহলেও তাদেরকে বিদায় নিতে হবে রানরেটে পিছিয়ে থাকায়।

Below Post Ad

https://www.evisionbd.com/

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

https://www.evisionbd.com/