Type Here to Get Search Results !

https://www.evisionbd.com/

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ান ডে খেলার আপডেট - Update of 1st ODI of Bangladesh Vs New Zealand

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ান ডে খেলার আপডেট - Update  of 1st ODI of Bangladesh Vs New Zealand

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ান ডে খেলার আপডেট

চলমান বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে বাধার সম্মুখিন হয়। বৃষ্টির কারনে ফিল্ড আম্পায়ার খেলা স্থগিত করে। এর আগে বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যথারীতি খেলা শুরু হলেও বৃষ্টির কারনে খেলা বেশ কয়েক বার বন্ধ হয়ে যায়। 
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ৩৩.৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই পর্যন্ত রান রেট আছে ৪.৪। বাংলাদেশের পক্ষ থেকে উইকেট পেয়েছে মোস্তাফিজ ২ উইকেট এবং নাসুম আহমদ ২ উইকেট। 

এখন পর্যন্ত খেলা বাংলাদেশের অনুকূলে ধরে নেওয়া যায়। বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারলে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের ১ম ম্যাচ জিতে নিতে পারবে সহজে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টি থেমেছে মাঠকে খেলার উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। 

আমাদের খেলার ব্লগটি নিয়মিত পড়ুন আমরা সব খেলার খবর সব সময় আপডেট জানাতে বদ্ধ পরিকর। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

https://www.evisionbd.com/

Below Post Ad

https://www.evisionbd.com/

https://www.evisionbd.com/