Type Here to Get Search Results !

https://www.evisionbd.com/

বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা - India Vs Bangladesh Live Asia Cup Super-4

বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা - India Vs Bangladesh Live Asia Cup Super-4


জমজমাট এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোর পর্বের শেষ ম্যাচ আজ। কেবল সুপার ফোরের শেষ ম্যাচ নয়, দুই চির প্রতিদন্ধি বাংলাদেশ বনাম ভারত এর ম্যাচও। পাকিস্তানের পর বাংলাদেশের দর্শক যে দেশের সাথে উত্তেজনাপূর্ণ খেলা দেখে সেটা হলো ভারত। এর আগে বাংলাদেশ পরপর দুইটি ম্যাচে হারলেও বাংলাদেশের ক্রিকেট দর্শক ভারতের বিরুদ্ধে একটি জয় চায়। 

ভারত বনাম বাংলাদেশ খেলাটি বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩০ মিনিটে শুরু হবে। খেলা দেখার উত্তম উপায় টিভি হলেও বর্তমান ডিজিটাল বিশ্বে আরো অনেক মাধ্যমে খেলা উপভোগ করা যায়। এই পোস্টে বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপের সুপার ফোর এর ৬ষ্ঠ ম্যাচ কিভাবে দেখবেন সে বিষয়ে জানাবো। 


বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা কখন কোথায়

বাংলাদেশ বনাম ভারত কখন: ১৫ সেপ্টম্বর ২০২৩, দুপুর ৩টা ৩০ মিনিট।

ভারত বনাম বাংলাদেশ কোথায়: R. Premadasa Stadium, Colombo


কিভাবে দেখবেন আজকের বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা

ভারতীয় নেটওয়ার্ক কোম্পানি ডিজনি হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network) বাংলাদেশ বনাম ভারত সহ এশিয়া কাপের সব খেলা সম্প্রচার করার অনুমতি পেয়েছে। তাদের নেটওয়ার্কের আওতাধীন স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়।


এশিয়া কাপ ২০২৩ সময়সূচি (বাংলাদেশ সময়)


বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হবে বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা সব এশিয়া কাপের সব কটি ম্যাচ। এছাড়া পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসেরও দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো।

 

মোবাইলে কিভাবে দেখবেন বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা

ডিজনি হটস্টার এর নিজস্ব মোবাইল এপ্লিকেশন ও বাংলাদেশের টপি (Toffee) নামক মোবাইল এপ্লিকেশ থেকে বাংলাদেশ বনাম ইন্ডিয়া লাইভ খেলা সম্প্রচার করবে।  হটস্টার এবং টপিতে বাংলাদেশ বনাম ভারত খেলা দেখতে হলে অবশ্য ‘ভিআইপি সাবস্ক্রিপশন থাকতে হবে।


ফ্রিতে কিভাবে মোবাইলে বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপ লাইভ খেলা দেখবেন

আমরা যারা ছাত্র-ছাত্রী, বেকার ও স্বল্প বেতনে চাকরি করি তাদের পক্ষে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফি দিয়ে খেলা দেখা সম্ভব না। আমাদের দরকার ফ্রিতে খেলা দেখার মাধ্যম। তাই আমরা আজ নিয়ে েএসেছি এমন একটি এপস যেখানে সব খেলা ফিতে দেখা যায় এবং এইচডি কোয়ালিটি ও একদম বাফারিং ছাড়া। 

বাংলাদেশ বনাম ভারত খেলাটি দেখতে হলে নিচের মোবাইল এ্যাপসটি ডাউনলোড করুন যার নাম ‍Sportzfy TV. । বলে রাখা ভালো যে Sportzfy TV মোবাইল Application টি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

Download SportzfyTV (download)

 




উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।


 

ভারতবনাম বাংলাদেশ এশিয়া কাপ লাইভ লিংক -০১

 

বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপ লাইভ লিংক -০২

 

ফেইজবুকে বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা কিভাবে দেখবেন

বর্তমানে ফেইজবুক বিনোদনের অন্যতম মাধ্যম। এখানে সব ধরনের খেলার লাইভ সম্প্রচার করে বিভিন্ন পেইজের এডমিনরা। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটিও ফেইজবুক সম্প্রচারের বাইরে থাকবে না। ফেইজবুকে বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলাটি উপভোগ করতে হলে আপনাকে আমাদের দেখানে স্টেপ গুলো অনুসরণ করতে হবে। তাহলে নিচের স্টেপগুলো অনুসরণ করুন আর বাংলাদেশ বনাম ভারত লাইভ খেলা উপভোগ করুন। 

Facebook এ A vs B লাইভ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-

  • ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
  • ধাপ-০২: এবার লিখুন Bangladesh Vs Sri Lanka Live Asia Cup 2023
  • ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে শ্রীলংকা বনাম বাংলাদেশে লাইভ খেলা উপভোগ করুন। 

ভারতের সম্ভাব্য একাদশ

Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(wk), Tilak Varma/Hardik Pandya, Ravindra Jadeja, Axar Patel/Shardul Thakur, Kuldeep Yadav, Mohammed Shami, Mohammed Siraj.

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Mehidy Hasan Miraz, Mohammed Naim/Tanzid Hasan, Litton Das(wk), Shakib Al Hasan(c), Towhid Hridoy, Afif Hossain, Shamim Hossain, Nasum Ahmed, Taskin Ahmed, Shoriful Islam, Hasan Mahmud.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

https://www.evisionbd.com/

Below Post Ad

https://www.evisionbd.com/

https://www.evisionbd.com/