Type Here to Get Search Results !

https://www.evisionbd.com/

ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা ১ম ওয়ান ডে - India Vs Australia Live 1st ODI

ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা ১ম ওয়ান ডে - India Vs Australia Live 1st ODI


ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা ১ম ওয়ান ডে 


এই তথ্য বহুল আর্টিকেলের একমাত্র উদ্দেশ্য হলো ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা কিভাবে দেখবেন তা জানানো। আপনি ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা যে মাধ্যমেই দেখতে চান না কেন, এই পোষ্টেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত মাধ্যম। 

এশিয়া কাপ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এসেছে ভারত সফর করতে। এদিকে ভারত জয় করেছে এশিয়া কাপ। বিশ্বকাপ প্রস্তুতি এখানেই শেষ হওয়ার কথা। অস্ট্রেলিয়া এসেছে বিশ্বকাপের আগে নিজেদের একটু পরীক্ষা করে নিতে। দেখা যাক ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কেমন জমে। 

 

ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা আপডেট

  • ভারত বনাম অস্ট্রেলিয়া কখন: ২২ সেপ্টম্বর, ২০২৩ বাংলাদেশ সময় ২টা।
  • ভারত বনাম অস্ট্রেলিয়া কোথায়: Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali


আজকের ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কিভাবে দেখবেন

ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা উপভোগ সব চেয়ে ভাল মাধ্যম হবে টিভি। এরপর যারা টিভিতে দেখার সময় নাই বিভিন্ন কারনে তাদের জন্য হলো মোবাইল। এখন মোবাইলে খেলা দেখার জন্য ভিআইপি সবস্ক্রিপশন কিনতে হয় যা সবার দ্বার সম্ভব না। এই পোস্টে জানাবো কিভাবে ফ্রিতে আপনি মোবাইলে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখবেন। তবে আপনার মোবাইলে থাকতে হবে ইন্টারনেট কানেকশন।  

 

ভারত বনাম অস্ট্রেলিয়া টিভিতে

  • India: Sports18 1 SD and Sports18 1 HD
  • Bangladesh: T Sportsর্
  • Australia: Fox Sports
  • Europe: Yupp TV
  • USA: Willow TV

 

উপরে উল্লেখিত স্পোর্টস চ্যানেল ছাড়াও কতগুলো স্থানীয় টিভি চ্যানেলে অস্ট্রেলিয়া বনাম ভারত খেলাটি লাইভ সম্প্রচার করবে। স্থানীয় টিভি চ্যানেলগুলো হলো- Colors Tamil (Tamil), Colors Bangla Cinema (Bengali), Colors Kannada Cinema (Kannada), Colors Cineplex Superhits (Hindi).


মোবাইলে কিভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা

ভারতীয় মোবাইল এপ্লিকেশন  JioCinema বাংলাদেশের মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) ভারত বনাম অস্ট্রেলিয়া খেলাটি সরাসরি সম্প্রচার করবে। তবে এসব মাধ্যমে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে হলে অবশ্য ‘ভিআইপি সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে।


ফ্রিতে মোবাইল ফোনে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ লাইভ খেলা

ছাত্র এবং বেকার আর কম বেতনের যারা চাকরি করে তাদের পক্ষে ভিআইপি সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে খেলা দেখা সম্ভব না। তাই আপনাদের জন্য আমরা এমন একটি মাধ্যমের সন্ধ্যান দেবো যার সাহায্যে বিশ্বের যে কোন খেলা ফিরে দেখতে পাবেন।

 

>> ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচী

 

ফ্রিতে মোবাইল ফোনে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

 

SportzfyTV ডাউনলোড(download)

 





উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।

 

ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ লিংক -০১


অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ লিংক -০২

 

ফেইজবুকে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন India Vs Australia Live তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

Facebook এ ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-

  • ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
  • ধাপ-০২: এবার লিখুন ভারত বনাম অস্ট্রেলিয়া
  • ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা উপভোগ করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

https://www.evisionbd.com/

Below Post Ad

https://www.evisionbd.com/

https://www.evisionbd.com/